ইসলাম

  ইসলামে অহংকারের পরিণতি


"আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না।"

— (সুরা লুকমান ৩১:১৮)


🔸 অহংকার এমন এক ব্যাধি, যা মানুষকে অন্যকে তুচ্ছ ভাবতে শেখায়

🔸 ইবলিসের পতনের কারণ ছিল অহংকার

🔸 যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে, তারা প্রকৃত বড় নয়



---


❗ হাদীস থেকে শিক্ষা:


"যে ব্যক্তি তার হৃদয়ে এক রাই পরিমাণ অহংকার পোষণ করে, সে জান্নাতে প্রবেশ করবে না।"

— (সহীহ মুসলিম)

---


🧠 আমাদের করণীয়:


✅ নম্র ব্যবহার

✅ নিজের ভুল স্বীকার

✅ গরিব ও দুর্বলদের সম্মান

✅ সব ভালো কাজের কৃতিত্ব আল্লাহর কাছে সমর্পণ করা

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post